ঢাকা-সিলেট মড়াসড়কের বাহুবল উপজেলা পরিষদ কমপ্লেক্স হইতে প্রায় ১.৫ কিঃ মিঃ উত্তর দিকে চলিতাতলা নামক স্থানে বিএডিসির একটি পরিত্যক্ত ভবনে ইউনিয়ন পরিষদটি অবস্থিত।
ইউনিয়নের তথ্যাদি নিম্নরূপ :
ক) নাম – সাতকাপন ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৩৫ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – (প্রায়) ৩৩০০০ (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ৮৫টি।
ঙ) মৌজার সংখ্যা – ২৩টি।
চ) হাট/বাজার সংখ্যা - ৬টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – । ৩৯.৪০% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১৩টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৩টি,
উচ্চ বিদ্যালয়ঃ ১ টি,
মাদ্রাসা- ৫টি।
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ১টি।
মসজিদ- ৭৮টি
মন্দির- ০৫টি
পাকা সড়ক- ৩০ কি: মি:
কাচা সড়ক- ৩০ কি: মি:
কমিউনিটি ক্লিনিক- ০৩টি
পোষ্ট অফিস- ১টি
নলকূপ- ৫৮৭টি (গভীর- ৩৭টি, অগভীর- ৫৫০টি)
কৃষি জমি- ৭০০০ একর (প্রায়)
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান – মোঃ আব্দুর রেজ্জাক
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৫টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল –
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১৬.০৮.২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ১৭.১১.২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ ১৫.০৮.২০১৬– ইং
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS