গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৩নং সাতকাপন ইউনিয়ন পরিষদ
উপজেলা : বাহুবল, জেলা : হবিগঞ্জ।
স্মারক নং- ২০১৪-৩২ তারিখ : ২২.০৪.২০১৪ ইং
মাননীয়,
উপজেলা নির্বাহী অফিসার
বাহুবল, হবিগঞ্জ।
বিষয়ঃ ২০১৩-১৪ ইং অর্থ বৎসরে কাবিটা কর্মসূচীর আওতায় প্রকল্প তালিকা ও প্রকল্প বাসত্মবায়ন
কমিটি দাখিল প্রসঙ্গে।
জনাব,
নিবেদন এই যে, অত্র ৩নং সাতকাপন ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ ইং অর্থ বৎসরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় বাসত্মবায়নের জন্য প্রকল্প তালিকা ও প্রকল্প বাসত্মবায়ন কমিটি আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হইল।
সংযুক্তঃ
১। ইউ/পি রেজুলেশন ১ (এক) ফর্দ।
২। প্রঃ বাঃ কমিটি ২ (দুই) ফর্দ।
(মোঃ আব্দুর রেজ্জাক)
তারিখ : ২২.০৪.২০১৪ ইং চেয়ারম্যান
৩নং সাতকাপন ইউ/পি
বাহুবল, হবিগঞ্জ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৩নং সাতকাপন ইউনিয়ন পরিষদ
উপজেলা : বাহুবল, জেলা : হবিগঞ্জ।
সভার তারিখ : ২২.০৪.২০১৪ ইং
সময় : সকাল ১০:০০ ঘটিকা
স্থান : ইউ/পি কার্যালয়
অদ্য অত্র ৩নং সাতকাপন ইউনিয়ন পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউ/পির চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রেজ্জাক। সভার কার্য বিবরণী নিমেণ উলেস্নখ করা হইল, সভায় উপস্থিত সদস্য ও সদস্যাবৃন্দঃ
1. জনাব মোঃ আব্দুর রেজ্জাক চেয়ারম্যান।
2. জনাব মোছাঃ দিলারা আক্তার শিউলি সদস্যা।
3. জনাব মোছাঃ ফুল বানু সদস্যা।
4. জনাব মোছাঃ ছালমা আক্তার সদস্যা।
5. জনাব মোঃ এখলাছ মিয়া সদস্য।
6. জনাব মোঃ আব্দুল হাই সদস্য।
7. জনাব মোঃ জয়নাল আবেদীন সদস্য।
8. জনাব মোঃ আব্দুল জববার সদস্য।
9. জনাব মোঃ শফিকুল ইসলাম সদস্য।
10. জনাব মোঃ সিরাজুল ইসলাম সদস্য।
11. জনাব মোঃ আরজু মিয়া সদস্য।
12.জনাব মোঃ আবিদ আলী সদস্য।
13.জনাব মোঃ পারভেজ মুশাররফ হোসেন সদস্য।
আলোচনা ও সিদ্ধামত্মঃ
চেয়ারম্যান সাহেব জানান যে, উপজেলা নির্বাহী অফিসার বাহুবল এর স্মারক নং- ৬২০, তাং- ১৬.০৪.২০১৪ খ্রিঃ মর্মের পত্র অনুযায়ী ২০১৩-১৪ ইং অর্ত বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় অত্র ইউনিয়নের জন্র ৩,৭২,৬০১/- (তিন লÿ বাহাত্তর হাজার ছয়শত এক) টাকার বরাদ্দ পাওয়া গিয়াছে। উক্ত টাকায় প্রকল্প গ্রহণ ও কমিটি গঠন করা আবশ্যক, সভায় এ ব্যাপারে আলাপ আলোচনা হয়। আলাপ আলোচনাক্রমে এবং উপস্থিত সদস্য ও সদস্যাদের মতামতের ভিত্তিতে নিমেণ উলেস্নখিত ২টি প্রকল্প ও ২টি প্রকল্প বাসত্মবায়ন কমিটি গঠনের প্রসত্মাব গৃহীত হইল। নিমেণ গৃহীত প্রকল্প ও গঠিত প্রকল্প বাসত্মবায়ন কমিটির নাম উলেস্নখ করা হইল।
চলমান পাতা- ২
পাতা-২
কাবিটাঃ
(1) কালাখারৈল-মহেষপুর রাসত্মার সফিক মিয়ার জমি হইতে টেইয়ার খাল পর্যমত্ম রাসত্মা পুনঃ নির্মাণ-
বরাদ্দ- ১,৮৬,৩০১/-
(2) চলিতাতলা-বক্তারপুর রাসত্মার সিংহনাদ আব্দাল মিয়ার জমির নিকট হইতে কর্মাবাদ শহিদ মিয়ার বাড়ী পর্যমত্ম রাসত্মা পুনঃ নির্মাণ- বরাদ্দ- ১,৮৬,৩০০/-
সর্বমোট- ৩,৭২,৬০১/-
প্রকল্প বাসত্মবায়ন কমিটি (১)
০১. মোঃ সফিকুল ইসলাম, পিতা- আঃ কাদির, সাং- গদাধরপুর, ইউ/পি সদস্য। সভাপতি।
০২. মোঃ কবির মিয়া, পিতা- মৃত রাজা মিয়া, সাং- আব্দাসাহসী। গন্যমান্য সেক্রেটারী।
০৩. নিলুফার ইয়াসমিন, স্বামী- উসত্মার মিয়া, সাং- সাতকাপন। প্রধান শিÿক,
খরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। সদস্য।
০৪. মৌঃ ফারম্নক আহমেদ, পিতা- আঃ রউপ, সাং- আলাপুর। ইমাম সদস্য।
০৫. সহিদা খাতুন, স্বামী- শরিফ উদ্দিন, সাং- গদাধরপুর, মহিলা সমাজ কর্মী। সদস্য।
প্রকল্প বাসত্মবায়ন কমিটি(২)
০১. মোঃ সিরাজুল ইসলাম, পিতা- মোঃ সুরম্নজ মিয়া, সাং- নারিকেলতলা, ইউ/পি সদস্য। সভাপতি।
০২. আব্দুল জলিল, পিতা- আঃ গণি, সাং- কর্মাবাদ, গন্যমান্য সেক্রেটারী।
০৩. আব্দুল হান্নান, পিতা- সুফি মিয়া, সাং- সাতকাপন। শিÿক সদস্য।
০৪. মৌঃ ফরিদ আহমেদ, পিতা- মৃত আঃ ছামাদ, সাং- নারিকেলতলা। ইমাম সদস্য।
০৫. জয়তুন বিবি, স্বামী- মকছুদ মিয়া, সাং- নারিকেলতলা। মহিলা সমাজকর্মী। সদস্য।
(মোঃ আব্দুর রেজ্জাক)
তারিখ : ২২.০৪.২০১৪ ইং চেয়ারম্যান
৩নং সাতকাপন ইউ/পি
বাহুবল, হবিগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS